ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দেওড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পীরেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল রহমান। সভায় ২০২৫ সালের নব নির্বাচিত কমিটির সকলকে পরিচিতি করানো হয়। এসময় বক্তারা তাদের ন্যায্য অধিকার ও দাবি বর্তমান সরকারকে মেনে নিতে আহ্বান করেন। অবহেলিত শিক্ষকদের যেন দাবি আদায়ে মাঠে নামতে না হয় সেদিকে খেয়াল রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন (সভাপতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, ফরিদপুর)। প্রধান বক্তা মোঃ নজরুল ইসলাম খান (সাধারণ সম্পাদক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, ফরিদপুর)।
বিশেষ অতিথি মোঃ ইয়াকুব আলী (সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, ফরিদপুর জেলা)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,অধ্যাপক শরীফ জাহিদ হোসেন( যুগ্ম-সম্পাদক, সদর উপজেলা)। মোঃ ইউসুফ আলী (সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সর্দার মোঃ ইকরাম আলী (সাধারণ সম্পাদক, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, ভাংগা উপজেলা)।
তিনি এসময় ২০২৫ সালের নব নির্বাচিত কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন, তারা হলেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি
মোঃ ছরোয়ার হোসেন,
প্রধান শিক্ষক, সৈয়দ জয়নাল আবেদনী উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি, মোঃ ফারুক হোসেন, প্রধান শিক্ষক ব্রাহ্মন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি, মোঃ মনিরুজ্জামান মোস্তফা, প্রধান শিক্ষক সদরদী উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি, ফজলুল রহমান,
প্রধান শিক্ষক পীরের চর উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি, মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক এ.বি.এ উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি মোঃ সাদেক আলী
প্রধান শিক্ষক গঙ্গাধরদী উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি, মোঃ খবির হোসেন
প্রধান শিক্ষক মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি, মোঃ হেমায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়। সাধারণ সম্পাদক, সরদার মোহাম্মদ ইকরাম আলী, প্রধান শিক্ষক দেওড়া উচ্চ বিদ্যালয়।যুগ্ম-সাধারণ সম্পাদক,
মোঃ বাচ্চু মাতুব্বর, প্রধান শিক্ষক পুলিয়া উচ্চ বিদ্যালয়।
যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ মাহতাব উদ্দিন, প্রধান শিক্ষক আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়।
যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ মতিউর রহমান, প্রধান শিক্ষক আজিমনগর মাধ্যমিক বিদ্যালয়।
সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মেজবাহা উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়। সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ গিয়াসউদ্দিন, প্রধান শিক্ষক হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়। অর্থ সম্পাদক
সুবোধ চন্দ্র মালো, সহকারী প্রধান শিক্ষক শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ।
প্রচার সম্পাদক, মোঃ হেমায়েত হোসেন, প্রধান শিক্ষক হাজী হাশিয়ার রহমান উচ্চ বিদ্যালয় সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি সকলের পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।