ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (৩১ জুলাই) উপজেলা সদরে হলরুমে সম্পন্ন হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের" পারফরমেন্স বেজড গ্রান্টস ফর  সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম", এসইডিপি  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও ভাঙ্গা উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিস এবং ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের  আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
বুধবার, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে এইচএসসি, এসএসসি ও দাখিল, কামিল পরীক্ষায় বোর্ডের মধ্যে সর্বোচ্চ  নম্বর পেয়েছেন এমন ২৮ জন শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন মেধাবী শিক্ষার্থীরাই আগামীর স্বপ্নের  বাংলাদেশ গড়তে ব্যাপক ভূমিকা রাখবে।
   অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজের  অধ্যক্ষ মোঃ নিজাম খান। সহকারী কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত  রাবেয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আকরাম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান সহ  প্রমুখ।