বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদ হল রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের আয়োজনে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযেগিতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও কিশোর কিশোরীদের কৈশোর স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা সহ কমিউনিটি ক্লিনিক এফডব্লিউসিতে কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর, ইউপি প্রশাসনিক কর্মকর্তা কাউসার আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, ইউপি সদস্য ও সিসি সভাপতি আব্দুস সাত্তার, মইদাম কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মিজানুর রহমান মুকুল, দক্ষিণ পাথরডুবি কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি আসাদুজ্জামান, এফডব্লিউএ সাবানা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, ইউনিয়ন যুব সংগঠন সহসভাপতি মাহফুজা আক্তার মিম প্রমুখ।