গতকাল ২১ জুলাই ২০২৫, রবিবার দিবাগত রাতে বিকল্পধারা বাংলাদেশের দফতর সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ওয়াসিমুল ইসলাম প্রেরিত এক শোক বার্তায় বলা হয়-
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ফলে এক অবর্ণনীয় হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু সংখ্যক কোমলমতি ছাত্র,শিক্ষক ও অভিভাবক আহত ও নিহত হয়েছে। এর শোক ও কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান বলেন, 'একজন পিতা হিসাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পিতা-মাতা, ভাই-বোনসহ নিকট আত্মীয় স্বজনদের কষ্টে আক্ষরিক অর্থে সান্ত্বনা দেয়া সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু তা'আলার কাছে দোয়া করি- নিহতদের তিনি ক্ষমা করে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন। আর শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরে এই কষ্ট
কাটিয়ে ওঠার তৌফিক দেন।' এই বেদনাদায়ক দুর্ঘটনায় বিকল্প ধারা পরিবারও গভীর শোক প্রকাশ করছে।