গতকাল ২১ জুলাই ২০২৫, রবিবার দিবাগত রাতে বিকল্পধারা বাংলাদেশের দফতর সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ওয়াসিমুল ইসলাম প্রেরিত এক শোক বার্তায় বলা হয়-
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ফলে এক অবর্ণনীয় হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু সংখ্যক কোমলমতি ছাত্র,শিক্ষক ও অভিভাবক আহত ও নিহত হয়েছে। এর শোক ও কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান বলেন, 'একজন পিতা হিসাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পিতা-মাতা, ভাই-বোনসহ নিকট আত্মীয় স্বজনদের কষ্টে আক্ষরিক অর্থে সান্ত্বনা দেয়া সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু তা'আলার কাছে দোয়া করি- নিহতদের তিনি ক্ষমা করে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন। আর শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরে এই কষ্ট
কাটিয়ে ওঠার তৌফিক দেন।' এই বেদনাদায়ক দুর্ঘটনায় বিকল্প ধারা পরিবারও গভীর শোক প্রকাশ করছে।
কাটিয়ে ওঠার তৌফিক দেন।' এই বেদনাদায়ক দুর্ঘটনায় বিকল্প ধারা পরিবারও গভীর শোক প্রকাশ করছে।