স্থানীয়রা সহ ডুবুরি ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি শিশু মিনহাজের। বৃহস্পতিবার সকাল ৬ টার সময় বরুনাতৈল এলাকার ক্যানাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। শিশু মিনহাজ পারনান্দুয়ালী গ্রামের আরজু বিশ্বাসের ছেলে।
এক বুক স্বপ্ন নিয়ে ছেলেটিকে বড় করে তুলছিলেন তার পরিবার। আকস্মিক এ দুর্ঘটনায় কালো ছায়া নেমে এসেছে তার পরিবারে। ছেলেকে হারিয়ে শোকে স্তম্ভ হয়ে গেছে তার মা-বাবা সহ পুরো পরিবার আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।