জামালপুরের মাদারগঞ্জে মেসার্স রিমন টেডার্স এর সিমেন্টের তৈরি মালামাল ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোড়খালী বাজারের দক্ষিণ পাশে মেসার্স রিমন টেডার্স এর জায়গায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় মেসার্স রিমন টেডার্স এর সিমেন্টের তৈরি মালামাল পাট,স্লাব,ঢাকনা,চুলা, চারি, গোল খাম, সিমানার খুটি ইত্যাদি ভেঙে দিয়েছে এবং নিচু জায়গায় ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন মেসার্স রিমন টেডার্স এর স্বত্বাধিকারী ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম। মাদারগঞ্জ মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিক রবিউল ইসলামের।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।