অনুষ্ঠিত সভার প্রধান অতিথি’র ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী, মোঃ সুজন আলী, উপ সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। এ সময় সমস্যা সমাধানের ভিত্তিতে আলোচনা করেন সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান শাবান মন্ডল, হরিতলা মন্দির কমিটির সভাপতি ও হোটেল ব্যবসায়ী আনন্দ কুমার দেবনাথসহ বেশ কিছু পুরুষ ও নারী। আরও এ সময় উপস্থিত ছিলেন ০৫ নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্য/সদস্যাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জনগণের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সকলকে পৌর কর পরিশোধ করার জন্য উদ্বুদ্ধ করেন। সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ কমিটির সকল সদস্যবৃন্দদের সাথে নিয়ে পৌরসভার ০৫নং ওয়ার্ডের বিশেষ বিশেষ রাস্তা পরিদর্শন করেন।