ময়মনসিংহএর ভালুকায় তিন খুন হত্যা মামলার আসামী নজরুল ইসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নজরুল বলেছে তার ভাবি ময়না আক্তার রান্না করে খাওয়ানোর খোটা দেয়ার কারনে সে হত্যা কান্ড ঘটিয়েছে।
১৪ জুলাই সকালে ময়মনসিংহএর ভালুকায় টিএন্ডটি রোডের এক ভাড়া বাসায় ময়না আক্তার ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনার পর নিহত ময়না আক্তারের বড় ভাই বাদী হয়ে নিহত ময়না আক্তারের দেবর নজরুল ইসলামের নামে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সন্দেহভাজন খুনী দেবর নজরুল ইসলাম নেত্রকোনা কেন্দুয়া বাজারের সল্টু মিয়ার ছেলে। এর আগে আসামি নজরুল ইসলাম অন্য একটি হত্যা মামলার আসামি ছিলো। নিহত ময়না আক্তারের স্বামী নজরুলের বড় ভাই রফিকুল ইসলাম টাকা দিয়ে তাকে জামিনে ছাড়িয়ে এনে তাদের পাশের রুমে থাকতে দেন এবং অটো কিনে দেন। আসামির বড় ভাই পূর্বে পাওনা টাকা চাওয়ায় ভিতরে ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারনা করছেন আত্মীয় স্বজনরা।