বাবুগঞ্জের রহমতপুর আব্দুর রব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬ ই আগস্ট) সকালে বিদ্যালয় এর স্কুল প্রাঙ্গণে শিক্ষক ও অভিভাবকদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত পরিচিত সভায় উপস্থিত নবনিযুক্ত সভাপতি বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো:মাহমুদুল হাসান লিমন। সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামিল হোসেন,অভিভাবক সদস্য বৃন্দ বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও রহমতপুুর (ব্রিজ) বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু,মো:মামুন মোল্লা
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারব।পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে।

নবনিযুক্ত সভাপতি মো:মাহমুদুল হাসান লিমন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবশে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করব ইনশাআল্লাহ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কাজ পড়াশুনা করা। তোমরা পড়াশুনায় মনোযোগী হয়ে দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করবে।