রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে ধ-র্ষ-ণ ও নির্যাতনের মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রে-প্তা-র করেছে পুলিশ

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে ধ-র্ষ-ণ ও নির্যাতনের মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রে-প্তা-র করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদম রসূল এলাকা থেকে তাকে গ্রে-প্তা-র করা হয় বলে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান। গ্রে-প্তা-র মো. ফাহিম (২৫) উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। ওসি সোহাগ বলেন, “আমি নিজে অভিযানে ছিলাম। আমরা এখনো থানায় পৌঁছাতে পারিনি। বৃহস্পতিবার গ্রে-প্তা-র আসামিকে আদালতে তোলা হবে।” ধ-র্ষ-ণ মামলার আরেক আসামি রিমন চাকমা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত করে জড়িত প্রমাণ হলে, তাকেও গ্রেপ্তার করা হবে।” মামলা থেকে জানা গেছে, ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফাহিম ওই তরুণীকে বাসায় আটকে রেখে ধ-র্ষ-ণ করেন। পরে ১৩ এপ্রিল আবার বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করেন ফাহিম। এরপর ১৬ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ফাহিম ও রিমন চাকমা ওই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন।” এ ঘটনার পরদিন ১৭ এপ্রিল ভুক্তভোগী তরুণী কাউখালী থানায় ফাহিম ও রিমন চাকমার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মামলা করেন। সম্পৃক্ত আসামি রিমন চাকমাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে, ফাহিম কে গ্রেফতার করা হয়েছে।