রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ ঘাট থানার নতুনপাড়ার মোঃ শানাল শেখের ছেলে মোঃ সাজাহান শেখ (৩৪), মৃত তোরাপ আলী শেখের ছেলে মোঃ এরশাদ শেখ (৩৭)।
শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার জুরান মন্ডল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়ালন্দঘাট থানার জুরান মন্ডল পাড়া এলাকা থেকে মোঃ সাজাহান শেখ ও  মোঃ এরশাদ শেখকে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।