কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর মরিচ্যা যৌথ চেকপোস্টের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১,১৪,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ তিন নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন– সাবেকুন নাহার (৪০), আমিনা আক্তার (৩০) ও সুমাইয়া আক্তার (২১)। তারা সবাই টেকনাফের পশ্চিম রংগীখালী দক্ষিণ হ্নীলা গ্রামের বাসিন্দা।

তাদের বহনকৃত সিএনজি তল্লাশির সময় শরীরের বিশেষভাবে লুকানো স্থানে ইয়াবাগুলো পাওয়া যায়। বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।