লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট পদে পূনরায় নির্বাচিত হয়েছেন বাংলা একাডেমির আজীবন সদস্য, লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)।অপরদিকে ক্লাব সেক্রেটারি হিসাবে বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক লায়ন রিপন তরফদার নিয়াম সোমবার (৩০ জুন -২০২৫-২৬) অর্থ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
লায়ন খান আকতারুজ্জামান ও লায়ন রিপন তরফদারের
উত্তর উত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। এক প্রেস বার্তায় সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন শেখ মোস্তাফিজুর রহমান,সংস্থার চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং নির্বাহী পরিচালক শাহবাজ জামান এই শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এর গ্ৰামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়। তিনি পূনরায় লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্য।
এক বিবৃতিতে উল্লেখ করেন লায়ন খান আকতারুজ্জামান লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট নয় তিনি দেশে ও দেশের বাইরে নিজ এলাকায় নাম উজ্জ্বল করেছেন এ কারণে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তার উত্তর উত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
ভবিষ্যতে খুলনা ও দিঘলিয়ায় বিভিন্ন অবদানের মাধ্যমে এ অঞ্চলের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন বলে আমরা আশাবাদী।