সৌদি আরবে হজ পালনকালে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামিম ওসমান শয়তানকে প্রতীকীভাবে পাথর মারার ধর্মীয় রীতি পালনের সময় হঠাৎ এক সুদানি হাজির ভুল বোঝাবুঝির শিকার হন।

ঘটনাটি ঘটে হজের অন্যতম আনুষ্ঠানিকতা রামী জামারাতচলাকালে, যেখানে হাজিরা মিনা অঞ্চলে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভিড়ের মধ্যে দাঁড়ানো শামিম ওসমানকে ভুলবশত শয়তানের প্রতীক মনে করে এক সুদানি হাজি তার দিকে পাথর নিক্ষেপ করেন।

পাথরটি শামিম ওসমানের গায়ে লাগলেও তিনি রাগ বা ক্ষোভ প্রকাশ না করে হাসিমুখে ঘটনাটি সামাল দেন। পরে মুচকি হেসে তিনি বলেন,
ভুল বোঝাবুঝি হয়েছে, তিনি ভেবেছিলেন আমি শয়তানকিন্তু আমি মানুষ, তার ওপর বাংলাদেশি!

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য করেন, কেউ কেউ আবার এটিকে হজের ভিড় ও ভাষাগত ভুল বোঝাবুঝির একটি মজার উদাহরণ হিসেবে দেখছেন।