হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য “এস এম ফয়সল শিক্ষাবৃত্তি-২০২৫” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
২৮ জুন শনিবার এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সাহেব।
অনুষ্ঠানে প্রথম ধাপে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার হয় এবং তাদের অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি কমিটির আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষগণ। উপস্থিত ছিলেন উপজেলা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন,
> “শিক্ষা হচ্ছে উন্নয়নের মূল ভিত্তি। এই শিক্ষাবৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একটি অনুপ্রেরণা। আমরা চাই, প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন বাধাবিহীনভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতে উপজেলার বাকি ২৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে এই বৃত্তি বিতরণ করা হবে বলেও জানানো হয়।
এ ধরনের মহৎ উদ্যোগ উপজেলার শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করেন সংশ্লিষ্টরা। এটি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও উৎসাহ জোগাবে।
“এস এম ফয়সল শিক্ষাবৃত্তি” কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন পূরণের একটি সোপান। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তা।