বগুড়ার শিবগঞ্জে রায়নগর ইউনিয়ন ভূমি অফিসের একতলা ভবনের লে-আউট কাজের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (১৭মে২০২৫ইং) ১২টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা। ভবনটি নির্মিত হলে জনবান্ধব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
> "প্রধান উপদেষ্টার ডিজিটাল বাংলাদেশ এবং সেবাপ্রাপ্তির অধিকারের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস আধুনিকায়নের কাজ চলমান। ভবিষ্যতে সাধারণ মানুষকে আরও সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এই অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করবে।"
এই ভবন নির্মাণের ফলে স্থানীয় জনগণ এখান থেকে আধুনিক ভূমিসেবা গ্রহণ করতে পারবেন বলে জানান রায়নগর ইউনিয়নের বাসিন্দারা।