২৬ জুলাই ২০২৫, শনিবার, শেরপুরে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫" এর অংশ হিসেবে আয়োজিত হলো লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান।  
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।

শপথ পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  
বক্তারা দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাম্যের চেতনায় উজ্জীবিত হয়ে জাতি গঠনে সক্রিয় থাকার আহ্বান জানান।