শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা  পরিব্রাজকাচর্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫১ তম তিরোভাব উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালীর উদ্যোগে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ফল বিতরন করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে  শ্রীগুরু সংঘ পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত ও সাধারন সম্পাদক জগদিশ কর্মকারের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের মাঝে ফল বিতরন করেন শ্রীগুরু সংঘের সদস্যরা। এর আগে গতকাল রবিবার গুরু পুজা, পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, হরিনাম সংকৃর্ত্তণ, শিক্ষা উপকরন এবং বস্ত্র  বিতরনের মধ্যেদিয়ে শুরুহয়
শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১ তম তিরোভাব, শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে ৭ দিন ব্যাপী উৎসব। যা আগামী শনিবার দুপুরে পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখড়া মন্দিরে মহোৎসবের মধ্যে দিয়ে শেষ হবে।