সখিপুরে আলোচিত চোখ উঠানো মামলায় আসামি নান্টু মালত খালাস পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। রায় ঘোষণার পরপরই রবিবার সখিপুর মোল্লা বাজার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য উপেক্ষা করা হয়েছে এবং তদন্তে ঘাটতির কারণে তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা মামলাটির সঠিক তদন্ত ও উচ্চ আদালতে আপিলের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। তাঁরা দাবি করেন, এ রায়ের ফলে সমাজে ভুল বার্তা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনায় বিচারপ্রাপ্তি আরও কঠিন হয়ে পড়বে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ ডিসেম্বর শফিকুল ইসলাম স্বপন মোল্লা ও তার ৫ সহযোগী মেজবাহ উদ্দিন মাল, শরীফ সরদার, তোফাজ্জল মাল, শাহীন মাদবর, জালাল উদ্দীন মাদবরকে পূর্ব পরিকল্পিতভাবে সালীশির মাধ্যমে ডেকে নিয়ে খাবার টেবিলে ৬ জনের চোখ উঠিয়ে ফেলে নান্টু বাহিনি। তৎকালিন মিডিয়ার আলোচিত একটি ঘটনা ছিলো। চোখ উপড়ে ফেলার অভিযোগে নান্টু মালতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সম্প্রতি রায় ঘোষণা করেন, যেখানে নান্টু মালত খালাস পান।

এই লোমহর্ষক আলোচিত ঘটনায় দীর্ঘ ৩২ বছর পর গত ০৫/০৫/২৫ তারিখে বিজ্ঞ আদালত আসামিদের খালাস প্রদান করেন।

ভুক্তভোগী পরিবার উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।