টাঙ্গাইলের সখিপুর পিডিবি অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার এখনো বহাল তবিয়তে রয়েছে

টাঙ্গাইলের সখিপুর  পিডিবি অফিসের নির্বাহী  প্রকৌশলী আবু বকর তালুকদার এখনো বহাল তবিয়তে রয়েছে। পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি নিষিদ্ধ ঘোষিত টাঙ্গাইল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এড.জোয়াহেরুল ইসলাম এর ডিউ লেটারের মাধ্যমে সখিপুর পিডিবি অফিসে যোগদান নির্বাহী  প্রকৌশলী আবু বকর তালুকদার।  যোগদান করার পর থেকেই নির্বাহী প্রকৌশলী  টাঙ্গাইলের ইপিআর ও অন্তর আহমেদকে একের পর এক বিদ্যুৎ অফিসের কাজ বাগিয়ে দেয়। অবৈধভাবে বিদ্যুৎ অফিসের  বিভিন্ন কাজ করায় এবং চোরাই ভাবে বিদ্যুতের  সরঞ্জামাদি বিক্রি করে দেয় । এ বিষয়ে পিডিবি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার  বলেন, ডিউ লেটারের বিষয়ে আমি কিছুই জানি না।