টাঙ্গাইলের সখিপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সখিপুর উপজেলা ও পৌর বিএনপি,র নেতৃবৃন্দ।
রবিবার (১৫জুন)বিকেলে সখিপুর উপজেলা,পৌর বিএনপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শনিবার রাত ১টায় সখিপুর ৮ নং ওয়ার্ডে মুজিব কলেজ মোডের পূর্ব পাশে একটি বসত ঘর ও দোকান ভাঙচুরের ঘটনা কে কেন্দ্র করে সখিপুর উপজেলা বিএনপি'র সভাপতি,পৌর বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দের নাম জড়িয়ে ফেসবুক নিউজ করা হয়। তারই প্রতিবাদে বিএনপি নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী আঃ গনি, যুবদলের আহবায়ক ও বি আর ডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাসির উদ্দিন প্রমূখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিন (কমিশনার)। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামের জমি দখল সহ বিভিন্ন কর্মকাণ্ডে বিব্রত হয়ে জেলা বিএনপি তাকে শোকজ করেছে এবং একটি কুচক্রী মহল বিএনপির সুনাম বিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করছে।
মো.শরীফুল ইসলাম