বুধবার (২০ আগস্ট) বিকেলে চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ইমন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইলের ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল ৩টার দিকে চরএলাহীর প্রয়াত সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে যুবদলকর্মী সাব্বিরের নেতৃত্বে ১০-১২ জন হামলাকারী ইমনকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের খোঁজ করেও পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, থানায় মামলা হওয়ার খবর শুনে হামলাকারীরা গাঢাকা দিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।