টাঙ্গাইলের সখিপুরে সোমবার বিকাল চারটার দিকে নিজ বাসায় কাজ করার সময়
বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন প্রবাসী জুয়েল রানা( ২৫)নামের এক টগবগে যুবক। জুয়েল সখিপুর উপজেলার বগা প্রতিমা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সখিপুর পৌরসভার তার বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এঘটনার শিকার হয় জুয়েল।