কেউ কেউ আছেন সেলাইয়ের কাজ জানেন, তারা সেলাই মেশিন কিনবেন, জমিজমা কিনবেন, ব্যবসা করবেন।
সরকারের এই সঞ্চয়কৃত টাকাটা আপনারা কাজে লাগাবেন। আয় করবেন এবং আয়ের উৎস থেকে পরিবারের খরচ চালাবেন।
তবেই সরকারের এই উদ্যোগ সফল হবে।
২০২৪-২৫ অর্থ বছরে অনুন্নয়ন বাজেটভুক্ত " গ্রামীণ সড়ক " মেরামত ও সংরক্ষণ কর্মসূচির অধীন নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়োজিত কাজে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
সুনামগঞ্জ সদর উপজেলা এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ কার্যক্রম বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আনোয়ার রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আদিত্য পাল,
উপজেলা এলজিইডির উপসহকারী সুব্রত দাস প্রমুখ।
২০২৪-২০২৫ অর্থ বছরে অনুন্নয়ন বাজেটভূক্ত " গ্রামীণ সড়ক " মেরামত ও সংরক্ষণ কর্মসূচির অধীন নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩ জন সুপারভাইজার এবং ৪০ জন এলসিএস কর্মীর সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়।
প্রত্যেক সুপারভাইজারকে ৫৪ হাজার টাকা এবং প্রত্যেক কর্মীকে ৪৩ হাজার টাকা করে সঞ্চয় প্রদান করা হয়।
৪৩ জনকে মোট ১৮ লক্ষ ৮১ হাজার ৯ শত টাকা সঞ্চয় প্রদান করা হয়েছে।
এই প্রকল্পের চুক্তি শুরু হয় ১ জুলাই ২০২৪ এবং চুক্তি শেষ হয় ৩০ জুন ২০২৫।
এই প্রকল্পে একজন সুপারভাইজার এর দৈনিক মজুরি হচ্ছে, ৩৭৫ টাকা এবং প্রতিদিনের সঞ্চয় ৪০% হারে ১৫০ টাকা,৬০% হারে প্রদান করায় এই সঞ্চয়ের পরিমাণ হচ্ছে প্রতিদিন ২২৫ টাকা।
কর্মীদের দৈনিক মজুরি হচ্ছে ৩০০ টাকা এবং সঞ্চয় ৪০% হারে ১২০ টাকা।৬৯% হারে প্রদানে এই সঞ্চয় হচ্ছে দৈনিক ১৮০ টাকা।
এই প্রকল্পের অর্থায়নে সদর উপজেলার মঙ্গল কাটা জিসি- লাখাইপুরবইউপিসি ভায়া হাসাউড়া সড়ক, সুরমা ইউপিসি ডলুরা বালাট বর্ডার হাট সড়ক, সুনামগঞ্জ - মঙ্গলকাটা সড়ক,সুনামগঞ্জ - বীটগঞ্জ সড়ক এবং বীটগঞ্জ- রামপুর ভাযা খাগুরা সড়ক মেরামত করা হয়েছে।