দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুরে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ  শনিবার দুপুর সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে  ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক জাহিদ হাবিব, সাংবাদিক আনোয়ার হোসেন,   সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর প্রমূখ বক্তব্য রাখেন ।  এ সময় সাংবাদিক সুজিত রায়, সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা,  সাংবাদিক আলী আকবর, সাংবাদিক নাইম আলমগীর,  সাংবাদিক মেহেদী হাসান  সহ দেশের বিভিন্ন টেলিভিসনের ও প্রিন্ট মিডিয়ার কর্মরত জেলার প্রায় অর্ধশতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা। 

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে,  নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন। তিনি বলেন,  সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলেও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছে। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান হাফিজ রায়হান সাদা। 

এদিকে দুপুরে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশবাসী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন শেষে দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহজামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলা-এর প্রতিনিধি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মানবজমিন-এর প্রতিনিধি দিলরোবা ইয়াসমিন রুমা, ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বাংলাদেশ টুডের প্রতিনিধি মুসলিম ইবনে রবি, দৈনিক আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন প্রমুখ বক্তব্য রাখেন ।এসময় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন বকুল। প্রবীন সাংবাদিক মোতালেব মোল্লা, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, ভোরের কথার মাজহারুল ইসলাম, আমার বার্তার মুসা বিন নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  অন্যদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক  শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে  উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু,   রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।