সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে থম থামে ভাব বিরাজ করছে গাজীপুরে আজ সকালে গাজীপুর পুলিশ সুপারের প্রেস ব্রিফিংয়ে থেকে বের হয়ে হত্যাকান্ডের স্পটে যেয়ে দেখা যায় উৎসুক জনতার ভিড় সবার চোখে একটা অন্য রকম ভাব কেন এই হত্যাকান্ড সাংবাদিক হলো জাতির বিবেক তাদের উপর কেন এই হামলা ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও ক্যামেরার পিছনে উৎসুক জনতা অনেক কথাই বলল সাগর রুনি থেকে শুরু করে অনেক সাংবাদিক এভাবে জীবন বিলিয়ে দিয়েছেন সত্যের পথে কথা বলার জন্য কিন্তু তাদের বিচার যেন হয়েও হয় না অবশ্য পুলিশ সুপারের বিবৃতি অনুযায়ী হত্যাকারীদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি এখন গাজীপুরবাসীর প্রশ্ন আদৌ কি এটার সুষ্ঠু বিচার হবে কিনা পুরা গাজীপুর এখন থমথমে ভাব বিরাজ করছে হত্যাকান্ডের স্পটে অনেক মিডিয়াও উপস্থিত ছিলেন কিন্তু ক্যামেরার সামনে কাউকে বেশি একটা আনা যায় নাই কারণ সবাই জানে হত্যাকাণ্ড টা কিভাবে ঘটেছে সত্য কথা বললে তাদের উপর বিপদ নেমে আসতে পারে যার কারণে কেউ কথা বলতে রাজি না তবে সবাই এটার সুস্থ বিচার চাই এর পিছনে নেপথ্যে যারা কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি তারা কামনা করছে গাজীপুরের মিডিয়াকর্মীরাও একাধিকবার সম্মেলন করেছে মিছিল করেছে তারাও চায় তাদের সহকর্মীর হত্যার বিচার যেন দ্রুত হয় আজ তুহিনের উপর হামলা হয়েছে কাল যে আমাদের উপর হবে না তার তো কোন নিশ্চয়তা নাই হত্যাকারীদের সুস্থ বিচার হোক এটা সবারই কামনা