চাল, ডাল, তেল, লবণ, সবজি, মাছ—কোনো কিছুর দামই হাতের নাগালে নেই। শুধু খাদ্য নয়, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য মৌলিক চাহিদার খরচও আকাশচুম্বী হয়ে উঠেছে। এতে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা অসম্ভব হয়ে পড়েছে।
রিকশা চালক হাবিবুর মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "সারাদিন রোদে-ঘামে খেটে যা উপার্জন করি, তাতে সংসার চলে না। চাল কিনমু, না মাছ কিনমু, না ওষুধ কিনমু—একটা কিনলে আরেকটা বাদ দিতে হয়। আমার জীবনে আর চলে না। এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব।"
বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে চাল, তেল, ডাল ও সবজির দাম কয়েকবার বেড়েছে। সবজির বাজারেও আগের তুলনায় প্রায় দ্বিগুণ দাম চাওয়া হচ্ছে। মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা আরও চরম সংকটে পড়বে। সাধারণ মানুষের দাবি—বাজারে জরুরি তদারকি ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক।
মানুষ এখন একটাই কথা বলছে—"সবকিছুর দাম বাড়ছে, শুধু গরিব মানুষের দাম কমছে।"