সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে উপজেলা খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় ।  উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমান ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারীগন। উল্লেখ্য,প্রশিক্ষণে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর, উমারপুর ও স্থলচর এই তিনটা ইউনিয়নের মোট ৮৪ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন।