‎সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭নং- নলকা ইউনিয়ন পরিষদে ২০২৫/২০২৬ অর্থ বছরের ভিডব্লিউবি চক্র উপকার ভোগী কার্ডধারী দের মাঝে চাল বিতরণ করা হয়।


‎আজ (মঙ্গলবার ) ৯ ই সেপ্টেম্বর সকাল ১০ টায় উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৬২ জন ভিডব্লিউবি কার্ডধারী নারীদের মাঝে সরকারি ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

‎এই ভিডব্লিউবি চাল বিতরণ সময় উপস্থিত ছিলেন

‎৭নং- নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, ট্যাগ অফিসার  মোঃ আমিনুল ইসলাম, ইউ পি সদস্য মোঃ আব্দুস সাত্তার,আব্দুর রাজ্জাক, নারী ইউ পি সদস্যা মোছাঃ মঞ্জুয়ারা খাতুন, গ্রাম পুলিশ সদস্য সহ স্থানীয় গণ্য মান্য মুরিব্বি।  ইউনিয়ন পরিষদে ২৬২  জন ভিডব্লিউবি উপকার ভোগীদের মধ্যে চাল বিতরণ করায় সকলেই উপকৃত হয়েছেন বলে জানা গেছে।