জাপানে উচ্চশিক্ষা, চাকরি এবং স্থায়ীভাবে বসবাসের স্বপ্নপূরণে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান দাই ইচি একাডেমি।
মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন ইছামতি মার্কেটের কৃষি ব্যাংকের নিচতলায় দাই ইচি একাডেমির নতুন শাখার উদ্বোধন করা হয়।
দাই ইচি একাডেমির সিরাজদীখান শাখার পরিচালক মাসুদ রানা রিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাই ইচি একাডেমির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলজার রহমান সবুজ।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. রাজু,
মালখানগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ কামরুজ্জামান (মিস্টার), আতাউর রহমান,আব্দুর রহিম, শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
দাই ইচি একাডেমি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে তাদের প্রধান কার্যালয় থেকে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার সিরাজদীখানে নতুন শাখা চালুর ফলে এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকাতেই আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শিক্ষার সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠানটি মূলত জাপানি ভাষার প্রাথমিক স্তর N5 এবং N4 পর্যায়ের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলে। একইসঙ্গে জাপান সরকার অনুমোদিত জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা (JLPT & NAT Test)-র প্রস্তুতিও প্রদান করে।
নতুন শাখা উদ্বোধন উপলক্ষে বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ২০ শতাংশ বিশেষ ছাড়।
দাই ইচি একাডেমির সিরাজদীখান শাখার ব্যবস্থাপনা পরিচালক মোফাচ্ছেল হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া।