সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদীতে ব*জ্র*পাতে ২ শ্রমিকের মৃ*ত্যু, এক জন আ*হত ও আরো একজন নি*খোঁ*জ রয়েছেন

সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদীতে ব*জ্র*পাতে ২ শ্রমিকের মৃ*ত্যু, এক জন আ*হত ও আরো একজন নি*খোঁ*জ রয়েছেন। শনিবার ১৭ই,মে ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিন পাড়া এলাকায় চেলা নদীতে এ দু*র্ঘ*টনা ঘটেছে। নি*হত*রা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে মো. আফিজ আলী ৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো.জুয়েল আহমদ (১৯)। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে রুবেল (১৯) নি*খো*জ রয়েছে। আ*হ*ত হাফিজুল হক-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নি*খোঁ*জ মো.রুবেল আহমদকে উ*দ্ধা*রে*র জন্য ছাতক নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। জানাগেছে, ইঞ্জিন চালিত একটি স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিন পাড়া এলাকায় তারা ব*জ্র*পাতের শিকার হন।