নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবৈশাখী থানার হাট বাজারে পাবলিক টয়লেট নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) দুপুরের দিকে থানার হাট বাজারে এ ঘটনা ঘটে, এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে।
স্থানীয় আবুল কালাম এর স্ত্রী বিবি রহিমা খাতুন জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর যাবৎ আমরা এ জায়গা বন্দোবস্ত সুত্রে মালিক হয়ে বসবাস করে আসছি, কিছু অসাধু ভূমিদস্যু পাবলিক টয়লেট করার নাম করে আমাদের জায়গা দখল নেওয়ার চেষ্টা করছে, আমরা বাঁধা দিলে আমাদের উপর ছড়াও হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে আমার স্বামী সন্তান ভয়ে পালিয়ে যায়, এ সুযোগে তারা আমাদের মালিকীয় একটি সিএনজি ( নোয়াখালী-থ ২৭৪২) নিয়ে যায়, এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনয় ভুগছি।
এ বিষয়ে জানতে চাইলে থানার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি আলা উদ্দিন বলেন, বাজারের উত্তর কর্ণারে সিএনজি স্ট্যান্ড ও জনোবহুল এলাকা হওয়ায় একটি পাবলিক টয়লেট প্রয়োজন, বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পাবলিক টয়লেটর জায়গাটি নির্ধারণ করা হয়, উক্ত জায়গাটি আবুল কালামের মালিকীয় জায়গা নয়। সোমবার পাবলিক টয়লেট নির্মাণের কাজ করতে গেলে আবুল কালাম গং বাঁধা সৃষ্টি করে, এতে দু'পক্ষের বাকবিতন্ডা হয়। সিএনজি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,তাদের মালিকীয় সিএনজি টি থানা হেফাজতে রয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।