রায়পুর উপজেলা ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এমপি বাজার ব্রীজ সংলগ্ন মৃত : মরন আলীর স্ত্রী হালিমা বেগম (৫৫) ও মো: মুরাদ হোসেনর স্ত্রী রেখা আক্তার (২৫) ২ জনের কাছ থেকে বেদে মহিলারা হাতিয়ে নিয়েছে আঠারো হাজার টাকা।
রেখা আক্তার জানান, ১১ তারিখ রবিবার বিকাল ৪ ঘটিকায় দুই জন বেদে মহিলা আসে মশারি, হাঁড়ি পাতিল ও তাবিজ বিক্রি করার জন্য। তারা এসে বলেন যে আমরা গননা করি আপনারা গননা করবেন। তার শ্বাশুড়ি তার বোনের পরিবারে অশান্তি তার জন্য তিনি রাজি হন গননা করার জন্য ও তাবিজ নেওয়া জন্য। এই সময় মাথায় হত বুলিয়ে তাকে বশ করে ঘড় থেকে ১৭৫০০ টাকা ও রেখার থেকে ১০০০ টাকা হাতিয়ে নেন। তাকে বশ করার পর থেকে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে আছেন।