সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পাচার হওয়া শাড়ি,পাঞ্জাবি, সেরনি সহ ভারতীয় চোরাই পন্য জব্দ করা হয়েছে।
রবিবার ( ৩ জুলাই ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সুরমা নদীর সাহেববাড়ী এলাকায়
একটি টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে এসব পন্য জব্দ করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮- বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরমা নদীর সাহেববাড়ী এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। এই টাস্কফোর্সের অভিযানের মাধ্যমে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা সহ ভারতীয় শাড়ি,পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং সেরনি সহ অন্যান্য ভারতীয় পন্য জব্দ করতে সমর্থ হই।
এসব পন্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লক্ষ টাকা। আমাদের সীমান্ত এলাকায় ম্যানপাওয়ার স্ট্রেন্থ বৃদ্ধি সহ টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমাদের টেকনোলজিক্যাল এপ্লায়ার্স আমরা নিয়মিত ভাবে ব্যবহার করছি। আমাদের কৌশলগত পরিবর্তনের ফলে আমরা বড় বড় সিজার করতে সমর্থ হচ্ছি।
আমাদের এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে।