ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন। সংগঠনটির অধিকাংশ সদস্যর ঐক্য মতের ভিত্তিতে সময় টেলিভিশন এর ঢাকা জেলা প্রতিনিধি মোজাফফর হোসেন জয় কে সভাপতি এবং যমুনা টেলিভিশন এর ঢাকা জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য (অনধিক)১৫ জনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

গত ২ই মে প্রচার সম্পাদক আল মামুন এবং দপ্তর সম্পাদক শফি মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এই কার্যনির্বাহী পরিষদের ১৫ জন সদস্য হলেন:-

সভাপতি :-মোজাফফর হোসেন জয়(সময় টিভি)
 সহ সভাপতি :-লাইজু আহমেদ চৌধুরী (মোহনা টিভি) জাকির হোসেন (চ্যানেল আই)অপু ওহাব (চ্যানেল ২৪) মেহেদী হাসান মিঠু (দৈনিক যুগান্তর) ওমর  ফারুক (আরটিভি),শেফালী মিতু(বাংলাভিশন) 

সাধারণ সম্পাদক:-মাহফুজুর রহমান নিপু (যমুনা টিভি)
 যুগ্ন সম্পাদক-নজরুল ইসলাম মানিক(দৈনিল দিনকাল)

সাংগঠনিক সম্পাদক -সোহেল রানা(দৈনিক বণিক বার্তা।
অর্থ সম্পাদক- তুহিন আহমেদ (দৈনিক নয়া দিগন্ত) দপ্তর সম্পাদক- শফি মাহমুদ (ডিবিসি নিউজ) প্রচার সম্পাদক- আল মামুন (জাগো নিউজ)
 নির্বাহী সদস্য-জহিরুল ইসলাম লিটন (এশিয়ান টিভি) শাহিনুর রহমান (দৈনিল খোলা কাগজ)