কক্সবাজার জেলার ছাত্রপ্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টির সংগঠকের উপর হামলাকারিদের সমর্থনের প্রকাশিত মিথ্যা ও ষড়যন্ত্রমুলক সংবাদেসমুহের প্রতি ক্ষোভ প্রকাশ
১৭ এপ্রিল, ২০২৫ ইং তারিখে Voiceworld24 News নামের একটি ফেইসবুক পেইজে কক্সবাজারে দুই জায়গায় মেলার লটারি থেকে সমন্বয়ক পরিচয়ে কয়েক গ্রুপে চাঁদা নেওয়ার বিষয়ে মুখ খুললেন ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতা মো. জামাল। একই সাথে ছাত্র প্রতিনিধি সাঈদ স্বাধীনের ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে দাবী করেন তিনি  শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল, ২০২৫ ইং তারিখে, Cox Popular News-CPN নামক একটি ফেইসবুক পেইজে রাজনৈতিক দল গঠন করেও সমন্বয়কের সুবিধা নিচ্ছে অনেক ছাত্রপ্রতিনিধি  শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। 
কয়েকমাস আগে রামু থানার অধীন চেইন্দা এলাকার বসুন্ধরা এমিউজমেন্ট পার্কে একটি মেলা অনুষ্টিত হয়। মেলার নামে রমরমা জুয়ার ব্যবসা- স্থানীয়দের এমন অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ার ভিত্তিতে রামু থানা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত মেলাটি বন্ধ করা হয়। সাঈদ আনোয়ার স্বাধীন কক্সবাজার জেলার ছাত্রপ্রতিনিধি হিসেবে তৎকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সাপেক্ষে একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসনের সহযোগিতায় মেলাটি বন্ধ করতে ভূমিকা রাখেন।
পরবর্তীতে ১৫ এপ্রিল ২০২৫ তারিখে, শহরের লাইট হাউজ এলাকায় অবস্থিত শর্মা কিং রেস্টুরেন্টে সাঈদ আনোয়ার স্বাধীনকে মেলা বন্ধ করার জের ধরে হামলা করে জামাল ও ফয়সাল নামের দুই ব্যাক্তি। হামলাকারি দুই ব্যাক্তি ৩-৫ টি ফৌজদারি মামলার আসামি ও লাইট হাউজ এলাকার বাসিন্দা (হামলার সিসিটিভি ভিডিও ফুটেজ এবং মামলার কপি সংযুক্ত করা নিচে হলো)। তখন ঘটনাক্রমে সেখানে উপস্থিত হন খালিদ বিন সাঈদ, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা শাখার কর্ণধার। সাঈদ আনোয়ার স্বাধীনকে হামলাকারীর হাত থেকে রক্ষা করতে গেলে খালিদ বিন সাঈদকেও হামলার স্বীকার হতে হয়। 
সংবাদটিতে সাঈদ আনোয়ার কে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবী করা হয়েছে। তিনি ২০১৮ সালে সর্বশেষ ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয় থাকলেও নিষিদ্ধ সংগঠনটির নানা অনৈতিক কার্যকলাপ দেখে সংগঠনটি থেকে নিজেকে সরিয়ে নেন এবং পরবর্তীতে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে জেলার সাধারণ ছাত্রজনতার পরিচিত মুখ হয়ে উঠেন।
অধিকন্তু, সংবাদটিতে সাঈদ আনোয়ার স্বাধীনের শ্বশুরকে টাকা ধার দেওয়ার প্রমাণ স্বরুপ উপস্থাপিত চেকটি অসম্পুর্ণ তাই চেকটির বিশ্বাসযোগ্যতা হারায়।

নিউজ মিডিয়া হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়ানো একপাক্ষিক আচরণ করার কারণে Cox Popular News- CPN এবং Voiceworld24 News এর প্রতি আরও পেশাদারি আচরণের আহ্বান রেখে ক্ষোভ প্রকাশ করছে- (যিনি/ যে সংগঠন ক্ষোভ প্রকাশ করবে)