জামালপুর বন বিভাগে ৩ টি মাহিন্দ্র ট্রাক্টর সহ আকাশমনি গাছের প্রায় ৫ শতাধিক গোলাই জব্দ করেছে। রবিবার (২৪ নভেম্বর) শেরপুর - জামালপুর প্রধান সড়কের শাহাপুর এলাকা থেকে রাত সাড়ে ১২ টায় জব্দ করা হয়েছে । জব্দকৃত ৩ টি গাড়ীসহ আকাশমনি কাঠের গোলাই গুলো জামালপুর জেলা বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে রবিবার দুপুরে তথ্য সংগ্রহ করতে গেলে কোন তথ্য প্রদান ও বক্তব্য দিতে রাজি হয়নি জেলা বন বিভাগের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক ।জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) রাত ৯.৩০ ৩০ মিনিটের সময় জামালপুর শহর দিয়ে মধুপুরের দোখলা থেকে ৩ টি মাহিন্দ্র ট্রাক্টরে আকাশ মনির কাঠের গোলা গুলা মাদারগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় । গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক ও স্থানীয়রা ড্রাইভারকে কাগজ পত্রের কথা জিজ্ঞেস করলে তারা সিও অনুমতি দেখায়। সিও করা কাগজটির বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা ড.আবু নাসের মোহসিন হোসেনকে অবগত করলে তিনি গাড়ী গুলোর বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তাকে অবগত করার জন্য পরমর্শ দেন৷ পরে বন বিভাগের কর্মকর্তা রাতেই জামালপুর বন বিভাগের বিএম (ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী) জিয়াউল হককে পাঠিয়ে ৩ টি মাহিন্দ্র ট্রাক্টর উদ্ধার করে নিয়ে যায়।কথা হলে দোখলা রেঞ্জ কর্মকর্তা ফরেষ্টার মোঃ হামিদুল ইসলাম জানান, সিও দিয়ে জামালপুর জেলায় আকাশমনি গোলাই নিয়ে যেতে পারে না। তাদের অনুমতি দেওয়া হয়নি। মধুপুর বন বিভাগের লর্ট এলাকা থেকে কুড়ালিয়া বাজার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল। সেটা জামালপুর কিভাবে গেল আমার জানা নেই৷কথা হলে ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান, গোলাই গুলো জব্দ ও মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।