বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা শহরের থানার মোড় চত্বর থেকে শুরু হয়ে রঘুনাথ বাজার, নিউমার্কেট ও খরমপুর হয়ে খোয়ারপাড় মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামায়াতের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি এটিএম আজহারুল ইসলামসহ অনেক নেতাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছে।" তিনি আরও বলেন, ২০২৪ সালের বিপ্লবের পর বিএনপি নেতাদের মুক্তি দেয়া হলেও জামায়াত নেতাদের মুক্তি দেয়া হয়নি।
হাফেজ রাশেদুল ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন, "২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, না হলে দেশের বিভিন্ন স্থানে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।" তিনি জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেয়ারও দাবি জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমসহ অন্য নেতৃবৃন্দ।