কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাকিম তালুকদার মুক্তা, মহসিন আলী টুকু, সহ-সংগঠনিক সম্পাদক ইউনুছ আলী প্রামানিক, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুক্তা, বগুড়া জেলা জিয়া পরিষদের সদস্য রাজু আহমেদ, চাঁপাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়েম, আমিনুল হক, আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায় লিটন খান, তানসেন আলী, আদমদীঘি সদর ইউনিয়ন জিয়া পরিষদের সদস্য সচিব শেখ তোফায়েল আহম্মেদ তপুসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনে নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।