"অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্য বিষয়ে চা বাগানে বসবাসরত নারী চা শ্রমিক, নারী প্রতিনিধি, নারী জনপ্রতিনিধি, শারীরিক প্রতিবন্ধী নারী ব্যবসায়ী, নারী পেশাজীবী ও শিক্ষক, বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী, স্থানীয় যুব নেতৃবৃন্দদের নিয়ে অদ্য রোজ মঙ্গলবার ১১ মার্চ সকাল ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার উকিলবাড়ি রোড,পশ্চিম ভাড়াউড়া রোডে অবস্থিত মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী দিবস র্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে।
প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন বলেন আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের শ্রদ্ধা জানাই। আমরা কেউও চায় না সমাজে,পরিবারে নারীরা সহিংসতা শিকার, নির্যাতনের শিকার হোক। নারীরা পেশা, চাকুরীক্ষেত্র,ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে অনেকাংশে এগিয়ে আছে। তাই নারাীরা পিছিয়ে নেই। যে পরিবারে নারী ও পুরুষ উভয়ই চাকরী করে,সেই পরিবারে অভাব- অনটন থাকবে না। নারী- পুরুষ বৈষম্য থাকবে না, নারী- পুরুষ সমতা অধিকার চাই। তিনি আরও বলেন আমরা সবাই মিলে একটি স্বপ্নের সুন্দর পৃথিবী,সমাজ- পরিবার গড়ে তোলার প্রত্যাশা কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর উপদেষ্টা দিলীপ কৈরী, ৯ নং সাতগাঁও ইউপি সদস্যা শান্তনা বাড়াইক, নারী প্রতিনিধি বেলা বোনার্জী, সবিতা গঞ্জু, অমৃতা গৌড়, সীমা মুন্ডা, নারী শারিরীক প্রতিবন্ধী ও ব্যবসায়ী ঋতি নায়েক সহ প্রমূখ।
মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট পরিমল সিং বাড়াইক সভাপতিত্বে, আলোচনা সভা সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী জিয়ানা মাদ্রাজী।