সখিপুর থানা কর্তৃক আয়োজিত সোমবার (২১ এপ্রিল) ওপেন হাউজ ডে ২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। থানার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম (পিপিএম সেবা), যিনি বলেন, “জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ওপেন হাউজ ডে আয়োজন। সখিপুর হাট কেন্দ্রীক চাদাবাজী বন্ধ করতে হবে। শরীয়তপুরের জাজিরায় দেখতে পেয়েছি হাত বোমা মারামারি দেখেছি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এটা সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। জাজিরার বাহিরে সখিপুর এমন কিছু দেখি নাই যেই জন্য ধন্যবাদ আপনাদের। আমরা চাই মানুষ থানায় এসে ভয় না পেয়ে সহযোগিতা পাক।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ তিনি বলেন, আপনারা যদি নিজেরা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারেন পুলিশ সংখ্যায় কম সবার সহযোগীতা প্রয়োজন। সবাই মিলে অপরাধ নির্মূল করবো। থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ওবায়দুল হক বলেন, “এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণের অভিযোগ সরাসরি শুনতে পারছি এবং তাদের সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি।” অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক বিরোধী অভিযান এবং সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়। উপস্থিত দর্শনার্থীরা থানা পরিদর্শন করেন এবং পুলিশের বিভিন্ন বিভাগ সম্পর্কে অবহিত হন। ওপেন ডে হাউজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।