আশাশুনি উপজেলার বড়দল টু খাজরা সড়কে ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্গতিতে পড়েছে পথচারী ও এলাকার মানুষ। কাজ শুরুর পর থেকে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়া হলে এলাকার মানুষ ফুসে ওঠে। ঠিকাদার ইচ্ছেমত কাজ চলেছে সড়কে। দু’বছর আগে সড়কের কাজ শুরুর পর মাঝপথে এসে এক প্রকার বন্ধ হয়ে আছে। বড়দল বাজার হতে কালকি গেটপর্যন্ত, ালকি গেট হতে খাজরা বাজার পর্যন্ত সড়কে ম্যাকাডম করে ফেলে রাখা হয়। ফলে ধুলা বালির গুড়া উড়ে এলাকা একাকার হয়ে যাচ্ছে। যানবাহন চলাচলের সময় ছোট যানবাহনের যাত্রী, পথচারী এবং সড়কের পাশের দোকানপাট, বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা ধুলায় ভরে যাচ্ছে। পাশের পুকুরের পানি ধুলায় একাকার হয়ে যাওয়ায় ব্যবহার করা অসম্ভব হয়ে উঠছে।
স্থানীয় ইউপি সদস্য গত দু’বছর রাস্তায় কোন কাজ হয়নি। ঠিকাদার ৫ আগস্টের পরে থেকে এখনো কাজ করা হচ্ছেনা। মানুষের শান্তিতে বসবাস ও পথ চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।
আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এলাকায় বসবাস করা, রাস্তায় চলাচল করা কষ্ট সাধ্য হয়ে উঠেছে।
কাজের জন্য ঠিকাদার মাঝে মাঝে দুই চার জন লোক পাঠাই, কয়েকজন শ্রমিক পাঠালেও ২/১ দিন কাজ করার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এলাকার মানুষ চরম দুর্ভোগ পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উদ্ধোতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ।