ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের  নির্দেশক্রমে আশুলিয়া থানার পুলিশের একটি চৌকশ  টিম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর ঢাকা জেলার উত্তরের উপ-শিক্ষা  ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ (২৫), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং- ভাদাইল, থানা-আশুলিয়া, জেলা- ঢাকাকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আশুলিয়া থানাধীন বাইপাইল বুড়ির বাজার এলাকা হইতে ইং ০৮/০২/২০২৫ খ্রিঃ তারিখ বেলা অনুমান ৪,১৫ ঘটিকায় আটক করা হয়। উক্ত আসামী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়াছে। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমনের ফুটেজ পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।