সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌর বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী ও সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারের নেতৃত্বে সকাল ১১ টায় কেন্দ্রিয় ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, যুবদল নেতা আমীন, রিপন তালুকদার, এরশাদ আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগ বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তাদের নেত্রী ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশিীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের সকল ষড়যন্ত্রকে শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশে ভোটের অধিকার ফিরে এনে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।