নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত মো: দেলোয়ার হোসেন জেলা শহরের চকদেবপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় সুত্রে জানা যায়  “শেখ হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাত তলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচ তলায় লিফটের ফাঁকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়"। সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে- ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।”