ইসলামী আন্দোলন বাংলাদেশ খানসামা উপজেলা শাখার আয়োজনে জিয়া সেতু সংলগ্ন মসজিদে আলোচনা সভা, গণ ইফতার ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে সংসদ সদস্য প্রার্থী (সম্ভাব্য) মাও. আনোয়ার হুসাইন নদভী।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারন সম্পাদক অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামান, উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. সাদেকুল ইসলামের ও সাধারন সম্পাদক হাফেজ মো. মেহেদী হাসান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ফারহান আফসার, মুজাহিদ কমিটি, যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সুধীজন। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন এইচ এম মোরসালিন, সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক হিসেবে সাফায়েত ইসলাম মনোনীত হয়েছেন।