ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গো-হাটা ও শ্মশানের জমি নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘ইত্তেফাকুল উলামা’ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। সোমবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মুফতি হাবিবুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, “কিছু উগ্রচিন্তাধারার ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্মশান ঘিরে মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।”

তিনি অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল মানববন্ধনের নামে একটি গোষ্ঠী প্রধান সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করে এবং অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়। তারা ইউএনওর পদত্যাগ দাবিতে উস্কানিমূলক স্লোগান দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ এপ্রিল স্থানীয় ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী শ্মশান পরিদর্শন করে কোনো ভাংচুর বা উচ্ছেদের প্রমাণ পাননি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও অভিযোগ অস্বীকার করেছেন।

মুফতি হাবিবুল্লাহ জানান, প্রশাসনের পক্ষ থেকে শ্মশানের পিলার সংস্কার ও মন্দির উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানানো হয়: ১) ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি, ২) মিথ্যাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ৩) শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন।

শেষে আলোচনা করে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।