“গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”—এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রেসক্লাব মিলনায়তনে।
সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা। সভার শুরুতেই প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ মোনাজাত ও তাঁদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়।
সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি স্বাধীন ও ন্যায়ের সাংবাদিকতার প্রতীক। এই ঐতিহ্য ধরে রাখতে হবে তরুণ সাংবাদিকদের নিষ্ঠা ও দায়বদ্ধতার মাধ্যমে।”
অন্যান্য বক্তারাও সাংবাদিকতার আদর্শ ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিকদের নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।”
আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচিতে আরও ছিলো দোয়া মাহফিল, স্মৃতিচারণ, কেক কাটা ও প্রীতি ভোজ।
সারাদিনের আয়োজনজুড়ে ছিলো প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। এ উপলক্ষে প্রেসক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা সংগঠনের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।