চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সন্দ্বীপ পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
স্মরণসভায় ১৯৯১ সালের সেই ভয়াবহ রাতের স্মৃতি তুলে ধরেন বক্তারা। তারা বলেন, ওই ঝড়ে সন্দ্বীপসহ উপকূলীয় অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বহু মানুষ প্রাণ হারায় এবং উপকূল জুড়ে যেখানে-সেখানে পড়ে থাকে মৃতদেহ।
স্মরণ সভায় বই বিষয়ক সংগঠন ‘বইচিন্তা’র চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম এর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নিঝুম খান, জেবেন্নুর সুলতান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের নেতা শাকিল চৌধুরী, এবং ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ ফখরুল ইসলাম, শওকত আলী রাজু, মোঃ জাহাঙ্গীর আলম, কামরুল হাসান, মাঈন উদ্দিন খান, মোঃ ফুলমিয়া, আবু তাহের, মোঃ আলমগীর, মিনহাজ কাইসার, আহসান উল্লাহ, মাওলানা সানাউল্লাহ, সাবেক ছাত্রদল নেতা শিমুল চৌধুরী, বইচিন্তার সদস্য হৃদয় রহমান, মোঃ মাসুদ, জাফর শিকদার প্রমুখ।
বক্তারা আরো বলেন, উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি উপকূলীয় এলাকায় সবুজ বিপ্লব ঘটাতে বন বিভাগের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এছাড়া অবকাঠামোগত উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।