কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় স্বেচ্ছাসেবী ও উন্নয়নমুলক বেসরকারী সংস্থা লাইট হাউজ কর্তৃক আয়োজিত মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন লাইট হাউজের উপ পরিচালক সাদিক আল হায়াত,চর রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান আহাদ প্রমুখ ।
কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জিও, এনজিও কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।